Wednesday, 6 January 2016

ডায়রিয়া ও তার চিকিৎসা

ডায়রিয়া একটি অতি পরিচিত রোগ। এটি মূলত পানিবাহিত রোগ, যা শিশু ও প্রাপ্তবয়স্ক যেকোন ব্যক্তির জীবননাশ করতে পারে। ঘরোয়া খাবার দিয়ে এ রোগ উপশম করা সহজসাধ্য। নীচের খাবারগুল ব্যবহার করে দেখুনঃ

১। কলাঃ কাচা কলা সেদ্ধ লবন দিয়ে চটকে দিনে দুই বার খেতে হবে।

২। দইঃ প্রাপ্ত বয়স্করা  ডায়রিয়া চলাকালে প্রতিবার পায়খানার পর ১/২ কাপ পরিমান দই খাবেন।

৩।আমলকিঃ শুকনা আমলকির গুরা ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, ৫ গ্রাম মিসরি ২৫০ মিলি পানিতে মিশিয়ে পায়খানা বন্ধ না হওয়া পরযন্ত খাওয়াতে হবে।

৪।আমের মুকুলঃ শুকনা আমের মুকুল গুরা ১ চা চামচ, ১ কাপ দই এক সাথে দিনে দুই বার খেলে খুব তাড়াতাড়ি উপকার মেলে।

No comments:

Post a Comment